মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী কয়েক দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আরও পড়ুন: আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৩, ৪ ও ৫ ডিসেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর শনিবার (৬ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ সকালে দেশের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াসত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
]]>
৬ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·