রোববার (১২ অক্টোবর) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে আলু, গম ভুট্টাসহ নানা রকম ফসল উৎপাদন করবে কৃষকরা। কৃষকের প্রয়োজন মতো খোলা বাজার থেকে সার ক্রয় করতো। কিন্তু বর্তমানে খোলা বাজারে তীব্র সার সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ওসির ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত শেষে নেয়া হবে ব্যবস্থা: ডিআইজি
২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ খুচরা ব্যবসায়ীদের দিতে হবে। এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামতো সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে। আমরা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতেই রাস্তায় দাঁড়িয়েছি। অবিলম্বে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দের দাবি আন্দোলনরতদের। অবিলম্বে তা কার্যকর না হলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তারা।