সার আমদানিতে বাংলাদেশ-মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ-মানের সার আমদানি সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং মালয়েশিয়ার ফেল্ক্রা নিয়াগা এসডিএন বিএইচডি (এফএনএসবি)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মালয়েশিয়ার পক্ষে ফেল্ক্রা নিয়াগা এসডিএন বিএইচডি এর চেয়ারম্যান ড. সংকর রক্সম এবং বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম চুক্তিতে স্বাক্ষর করেন।

 

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান উপস্থিত ছিলেন স্বাক্ষর অনুষ্ঠানে। এছাড়া মালয়েশিয়া ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান, মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। 

 

আরও পড়ুন: যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

 

এই সমঝোতার আওতায় দুই দেশ উচ্চ-মানের সার সরবরাহ ও বিতরণে একটি সহযোগিতার কাঠামো তৈরি করবে। এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা বাংলাদেশের বহু-খাতভিত্তিক দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রতি উভয় দেশের অঙ্গীকার প্রতিফলিত হবে বলে জানায় বাংলাদেশ হাইকমিশন।

 

এই সহযোগিতা বৃহত্তর কৃষি উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে যৌথ উদ্যোগ, গবেষণা, প্রযুক্তি বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতে বাণিজ্য সুযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা শেষ পর্যন্ত উভয় দেশের কৃষক সম্প্রদায় এবং কৃষি সংশ্লিষ্টদের উপকৃত করবে বলেও জানায় বাংলাদেশ হাইকমিশন।

]]>
সম্পূর্ণ পড়ুন