রাজা হিসেবে প্রথম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়াতে অবতরণ করেছেন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা। বুধবার, ২৩ অক্টোবর।
সমালোচকদের মতে, ব্রিটিশ সাম্রাজ্যের শেষ প্রতিনিধি হিসেবে রাজা এই গোষ্ঠীতে প্রাণের নতুন পরশ নিয়ে আসবেন বলে আশা।
৫৬টি দেশ নিয়ে গঠিত এই গোষ্ঠীর দ্বিবার্ষিক এই সভায় প্রায় ৩ হাজারের প্রতিনিধি উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এই দেশগুলির অধিকাংশই এক সময় ব্রিটিশ উপনিবেশ ছিল।
এই প্রথম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের কোনও দেশ এই সম্মেলন আয়োজন করছে এবং এই অঞ্চলকে তুলে ধরার সুযোগ থাকবে তাদের কাছে। (এএফপি)