সামসুল হক খানের ৬৩৫ শিক্ষার্থী পেলেন জিপিএ-৫

৪ সপ্তাহ আগে
দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১৫২৩ এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ৬৩৫ জন জিপিএ-৫ পেয়েছেন। আর পাস করেছেন ১৪৪২ জন। পাসের হার শতকরা হার ৯৪.৬৪।

২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্রতিষ্ঠান বিজ্ঞান বিভাগের ৬১৯, ব্যবসায় শিক্ষার ১১ ও মানবিক বিভাগের ৫ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় অবতীর্ণ ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছেন। জিপিএ-৫ পাওয়ার দিকে এবার মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে ছিলেন।

 

প্রতিষ্ঠানটির গভর্নিংবডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা বিগত কালের তুলনায় অবশ্যই কঠিন ও ব্যতিক্রম ছিল। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এ বছরের এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীকে নিদারুণভাবে প্রভাবিত করায় খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সব শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো করতে পারেনি বলেও জানান তিনি। 

 

আরও পড়ুন: কেন্দ্রের ভুলে ২৫ নম্বর কাটা ৮শ’ পরীক্ষার্থীর, বগুড়া জিলা স্কুলে বিক্ষোভ

]]>
সম্পূর্ণ পড়ুন