নিহত সারুখ হাসান রাসেল (২২) কুড়িগ্রামের নাগেশ্বরীর শহীদ আলীর ছেলে। তিনি সাভারের শোভাপুর মেসে থেকে তিনি চাকরি করতেন।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে দোকানি খুন
প্রাথমিকভাবে সেগুলো ছুরিকাঘাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলে জানান ওসি।