সাভারে মোবাইলসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

২ সপ্তাহ আগে
সাভারে দস্যুতার ঘটনায় ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এসময় লুণ্ঠিত মোবাইল ও দস্যুতায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ জুন) বিকেলে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির । এর আগে সকালে তাদের আদালতে পাঠানো হয়। 


গ্রেফতার ব্যক্তিরা হলেন- নাটোর জেলার সিংড়া থানার দড়ি মহিষমারী গ্রামের মৃত নওয়াজ আলী ওরফে আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু প্রামানিক ও একই এলাকার গোলজার রহমানের ছেলে মো. ইউসুফ আলী । তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো চাকু, লাঠি ও লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

সাভার সার্কেলে এএসপি মো. শাহীনুর কবির জানান, গত ১৬ জুন রাত দেড়টার দিকে বাইশমাইল-ঘোড়াপীর মাজার আঞ্চলিক সড়কে ৪ জন দস্যু লাঠি, ধারালো ছুরির ভয় দেখিয়ে রিকশার যাত্রী ছন্দা আক্তারের গতিরোধ করে। পরে তাকে মারধর করে ছন্দার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় অভিযান পরিচালনা করে দুই দস্যুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এঘটনায় বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন