সাবেক সিইসি হাবিবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

৩ দিন আগে
প্রহসনের নির্বাচন করার অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-সিএমএম আদালতে এ আদেশ দেন। 


এর আগে শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৬ জুন কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুর ১২টার দিকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। বেলা তিনটার পর কারাগারে আটক রাখার আবেদনের ওপর শুনানি হয়, সেখানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 


আরও পড়ুন: কাঠগড়ায় বিচারকের সঙ্গে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের কথোপকথন


এ মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। এর মধ্যে কে এম নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে আছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন