সাবেক এমপি শেখ জুয়েল ও তার পরিবারের ১২৩ ব্যাংক হিসাব জব্দ

১ সপ্তাহে আগে
সাবেক সংসদ সদস্য ও মধুমতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ উদ্দিন জুয়েল এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে জমা থাকা ৪৮ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৫৭০ টাকা এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ ৩টি বিও হিসাবও জব্দের আওতায় আনা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) সিআইডির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, শেখ সালাহ উদ্দিন জুয়েল এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে। প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন ও পাচারের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সিআইডি মহানগর দায়রা জজ (বিশেষ জজ) আদালতে আবেদন করলে আদালত আজ এসব ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র জব্দের আদেশ দেন।

 

আরও পড়ুন: আবেদ আলীর প্রশ্নে ক্যাডার হওয়ার অভিযোগ, জিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

যাদের হিসাব জব্দ করা হয়েছে: তদন্তের আওতায় আসা ব্যক্তিদের মধ্যে শেখ সালাহ উদ্দিন জুয়েল ছাড়াও রয়েছেন—তার স্ত্রী শাহানা ইয়াসমিন শম্পা (পরিচালক, মধুমতি ব্যাংক), তার তিন ভাই শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ সোহেল উদ্দিন (সাবেক বিসিবি পরিচালক) ও শেখ বেলাল উদ্দিন বাবু, বোন তাহমিনা খবির এবং তার তিন ভাবী শিরিন শেখ, ফারমিনা খানম ও শেখ ওয়াহিদা সুলতানা ও ভাতিজি শেখ তাসমিয়া সুনেহরা।

 

ব্যাংক হিসাবের পাশাপাশি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে থাকা ৩টি বিও হিসাবও স্থগিত করা হয়েছে।

 

সিআইডি জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই চক্রের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান। তদন্ত শেষ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন