শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
তবে ঠিক কী ধরনের অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান এ ডিবি কর্মকর্তা।
আরও পড়ুন: মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার
সাবেক এই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সবশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।
ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।
]]>