সাফ নারী ফুটবলঃ ভুটানকে ৭-১ গোলে ধরাশায়ী করে ফাইনালে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রবিবার ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফরোয়ার্ড তহুরা খাতুন হ্যাটট্রিক করে দলকে জয়ের দিকে নিয়ে যান এবং এবারের আসরে তাদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখেন। এর আগে ২০২২ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারের মৌসুমে আরও একবার বাংলাদেশের নারী দল তাদের আধিপত্য বজায় রাখলো। একই ভেন্যুতে রবিবার দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক নেপাল। এই দুই দলের মধ্যে জয়ী হবে যে দল, তাদের সঙ্গে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করতে দেখা যায় বাংলাদেশকে। তহুরা খাতুন শুরুতেই গোলের খাতা খোলেন এবং তিনবার জালে বল আটকান। প্রথমার্ধে অধিনায়ক সাবিনা খাতুনের দুটি এবং রিতুপর্ণা চাকমা ও মাসুরা পারভীনের একটি করে গোল বাংলাদেশকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেয়। সপ্তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিপুণ শটে বাংলাদেশের হয়ে গোলের খাতা খোলেন রিতুপর্ণা চাকমা। এর ঠিক আট মিনিট পর দূরপাল্লার জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা (২-০)। তহুরা প্লেয়ার অব দ্য ম্যাচ মনিকা চাকমার পাসে ২৬ মিনিটের মাথায় আলতো টোকা দিয়ে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নয় মিনিট পরেই ভুটানের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের প্রান্ত থেকে শট নেন তহুরা (৪-০)। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা, ভুটানের গোলরক্ষককে কাটিয়ে অনায়াসে বল জালে জড়ান (৫-০)। দ্বিতীয়ার্ধে ৪২ মিনিটে ফরোয়ার্ড ডাকি লাজোম ভুটানের হয়ে প্রথম গোলটি করেন। ৫৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা, দক্ষতার সঙ্গে বক্সের ভেতর থেকে শট নিয়ে স্কোরলাইন ৬-১ করেন। এই পারফরম্যান্সের সঙ্গে, তহুরা পাঁচটি গোল করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে পুরস্কার উৎসর্গ করে তোহুরা বলেন, 'এই জয় ও হ্যাটট্রিক দুটোই তার।’ ডিফেন্ডার মাসুরা পারভিন ৭২ মিনিটে কর্নার কিক থেকে দারুণ প্লেসিং হেডে গোল করে দলকে ৭-১ ব্যবধানে এগিয়ে দেন। গ্রুপ পর্বে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয় লাভ করে বাংলাদেশ। এছাড়া শামসুন্নাহার জুনিয়রের শেষ মুহূর্তের সমতাসূচক গোলে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দল। গ্রুপ পর্বে নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মালদ্বীপের বিপক্ষে ১৩-০ গোলের জয় ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ।
সম্পূর্ণ পড়ুন