সান্তোসের অবনমন ঠেকিয়ে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

২২ ঘন্টা আগে
অবনমন শঙ্কায় ধুঁকছিল সান্তোস। শৈশবের ক্লাবের এমন দুর্দশা মাঠের বাইরে বসে দেখার পক্ষপাতী ছিলেন না নেইমার। তাই মেনিস্কাস ইনজুরি নিয়েই শামিল হয়েছিলেন অবনমনের হাত থেকে প্রিয় ক্লাবকে রক্ষার মিশন। সেই মিশনে সফল হলেন ব্রাজিলের দীর্ঘদিনের এই স্বপ্নসারথি। ব্রাজিলিয়ান সিরি আ'য় নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয়ে লিগে টিকে থাকা নিশ্চিত করেছে সান্তোস।

অবনমন এড়াতে ক্রুজেইরোর বিপক্ষে লিগের শেষ ম্যাচটায় হার এড়ালেই চলত সান্তোসের। সোমবার (৮ ডিসেম্বর) ভিলা বেলমিরোয় ক্রুজেইরোর বিপক্ষে দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল সান্তোস। প্রথমার্ধে ২ মিনিটের ব্যবধানে থাকিয়ানোর জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে জোয়াও স্মিদের গোলে ৩-০ গোলে জয় পেয়েছে সান্তোস। গোল বা অ্যাসিস্ট না পেলেও দারুণ খেলেছেন নেইমার।


এই জয়ে ৩৮ ম্যাচে ১২ জয় ও ১১ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়েছে সান্তোস। ফলে আগামী মৌসুমে কোপা সুদামেরিকানায় খেলার সুযোগ পাচ্ছে নেইমারের দল।


তবে, স্বস্তির জয়ের পরও ধোঁয়াশা আর আশঙ্কা নিয়েই আগামী মৌসুম শুরুর অপেক্ষা করতে হচ্ছে সান্তোসকে। ক্লাবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। মৌসুমের শেষটা ভালোভাবে শেষ হওয়া এবং সান্তোসের কোপা সুদামেরিকায় জায়গা করে নেওয়ায় নেইমার খুশি হলেও, ছুটির সময় বাঁ হাঁটুর মেনিস্কাসে অস্ত্রোপচার করানোর বিষয়টি নিশ্চিত করেছেন এই ৩৩ বছর বয়সী। তবে ক্লাবে থাকবেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে গেছেন।

 

আরও পড়ুন: ২০৯৮ পর্যন্ত কবে কোন দেশ বিশ্বকাপ নেবে—গ্রোক এআই-এর ভবিষ্যদ্বাণী


তবুও বার্তাটা পরিষ্কার: ২০২৬ পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকার ইচ্ছাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।


নেইমার বলেন, 'জানি না। আমি তাদের বলেছিলাম ম্যাচগুলো শেষ হওয়ার পর সিদ্ধান্ত নিতে। এখন আমি এক সপ্তাহ বিশ্রাম নিতে চাই, ফুটবল ভুলে থাকতে চাই। কিন্তু, অবশ্যই, আমার হৃদয় সবসময় সান্তোসের। সান্তোসকেই আমি আগে রাখব।'


সান্তোসের অবনমন এড়ানো এবং মহাদেশীয় প্রতিযোগিতায় ওঠার পথে বড় ভূমিকা ১০ নম্বর জার্সিধারীর। চোট ধরা পড়ার পর স্পোর্ত ও জুভেনতুদের বিপক্ষে চার গোল করেছেন নেইমার, আর সর্বশেষ ক্রুজেইরোর বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও ছিলেন দারুণ।

 

আরও পড়ুন: স্ক্যালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি


নেইমার বলেন, 'শেষ কয়েকটি ম্যাচে আমরা যা করেছি, তার পুরস্কারই কোপা সুদামেরিকা। আমি শুরু থেকেই এটিই আশা করেছিলাম। আমরা আমাদের ফুটবল খেলেছি, লিগের সেরা দলগুলোর মুখোমুখি হয়েছি, পয়েন্ট আদায় করেছি। সান্তোস আরও অনেক বেশি পাওয়ার যোগ্য।' এরপরই বিরতি নিয়ে অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেন তিনি।


'আমি এখানে এসেছি সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাহায্য করতে। গত কয়েকটা সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। মানসিকভাবে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। যারা আমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যদি তারা না থাকত, আমি কখনোই এসব ম্যাচ খেলতে পারতাম না। আর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। এসব ইনজুরি, হাঁটুর সমস্যা… এখন বিশ্রামের সময়। তারপরই হাঁটুর অস্ত্রোপচার হবে,'–নেইমার যোগ করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন