বলিউড তারকা সানিয়া মালহোত্রা প্রতিবারই প্রমাণ করেন, ফ্যাশনে তাঁর নিজস্ব স্বাক্ষর রয়েছে। কখনো টোরানির ঐতিহ্যবাহী নকশায় ভরপুর লেহেঙ্গা, আবার কখনো অজরখ ও আয়নার কারুকাজে সজ্জিত রঙিন পোশাকে। প্রতিটি লুকেই তিনি একদিকে ঐতিহ্যের সৌন্দর্যকে তুলে ধরেন, অন্যদিকে দেন আধুনিক গ্ল্যামারের ছোঁয়া।