সাদুল্লাপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদের দোষরদের নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও জেলা বিএনপির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

 

রোববার (৩১ আগস্ট) দুপুরে অবৈধভাবে বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণের দাবিতে সাদুল্লাপুর উপজেলা শহীদ মিনার চত্তরে কমিঠি থেকে বাদ পড়া বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করে।

 

এ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাদুল্লাপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় বিএনপির অপর একাংশ তাদের উপর হামলা চালায়। এনিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

 

আরও পড়ুন: বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার

 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাদুল্লাপুর থানার এক পুলিশসহ উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়।

 

আরও পড়ুন: বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময় পরিবর্তন

 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন আহম্মেদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

]]>
সম্পূর্ণ পড়ুন