সাতক্ষীরায় মাদ্রসাশিক্ষককে পিটিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

৪ সপ্তাহ আগে
সাতক্ষীরার তালায় প্রকাশ্যে এক হাফিজিয়া মাদ্রাসাশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনতার গণপিটুনিতে হত্যাকারী মানসিক ভারসাম্যহীন ও মাদকসেবী রাজুকে হত্যা করা হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলা খেশরা ইউনিয়নের হরিহরপুর গ্রামে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলাম গাজী সাতক্ষীরার তালা উপজেলা খেশরা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। তিনি উপজেলা খেশরা ইউনিয়নের শাহাপুর কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাশিক্ষক। হত্যাকারী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর হামলা করে মানসিক ভারসাম্যহীন মাদকসেবী রাজু। এক পর্যায়ে মাওলানা শরিফুল ইসলাম রাস্তার ওপর পড়ে গেলে তাকে উপর্যুপরি মাথায় কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে। প্রকাশ্যে এ ঘটনা দেখে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে হত্যাকারী ওই রাজুকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


আরও পড়ুন: হিলিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা


তালা সার্কেল এএসপি মো. হাসানুর রহমান জানান, খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ওই মানসিক ভারসাম্যহীন হত্যাকারী বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন