ইজিবাইক চালকের নাম মুস্তাফিজুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে মো. ওদুদ ড্রাইভারের ছেলে।
জানা যায়, মুস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো আজও সকালে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা শাঁকদহা ব্রিজ সংলগ্ন এলাকায় কে বা কারা তার ইজিবাইক ভাড়ায় নিয়ে নির্জন এলাকায় অচেতন করে ফেলে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়।
আরও পড়ুন: রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
বর্তমানে তিনি সাতক্ষীরার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে সে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দীন জানান, অজ্ঞান অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে খোঁজ নেয়া হচ্ছে।