সাতক্ষীরায় মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে আটক ৪

৩ সপ্তাহ আগে
সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ জুন) ভোরে ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রায়হান গাজী (৩০), পানঘাট গ্রামের শান্তি সরদারের ছেলে প্রশান্ত সরদার (৪২), কোমরপুর গ্রামের শাহাদাত শেখের ছেলে আসাদুল শেখ (৩১) ও আশাশুনি উপজেলার কাঁকড়াবন গ্রামের মোস্তফা আকুঞ্জীর ছেলে জহুরুল ইসলাম (৩৬)।
 
আরও পড়ুন: সেনা অভিযানে শীর্ষ চাঁদাবাজ মহাসিন আটক

স্থানীয়রা জানান, গভীর রাতে বন্দকাটি এলাকায় গোঁয়ালঘেসিয়া নদী সংলগ্ন মিজানুর খন্দকারের মৎস্য ঘেরে কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ৪ যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে। খবর দেয়া হয় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম ও লাইলী পারভীনকে। একইসঙ্গে আটককৃতদের দেয়া হয় গণপিটুনি। পরে জনপ্রতিনিধিরা আটক ৪ যুবককে পুলিশে সোপর্দ করেন।


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় আনা হয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি  মামলা দায়ের হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন