সাতক্ষীরা সীমান্তে পুশইন ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি

৪ সপ্তাহ আগে
ঈদুল আজহাকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান, চামড়া পাচার ও পুশইন রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাতক্ষীরার ভোমরা বিওপির আওতাধীন ভোমরা আইসিপি সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা এ তথ্য জানান ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।


তিনি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রেখে চলেছে।


লে. কর্নেল আশরাফুল হক বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।


তিনি বলেন, ঈদুল আজহা সামনে রেখে ভারত থেকে অবৈধভাবে যাতে গরু প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে কোরবানি-পরবর্তী সময়ে পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে জন্যও সতর্ক রয়েছে বিজিবি।
 

আরও পড়ুন: নেত্রকোনা সীমান্তে নারী-শিশুসহ ৪০ জনকে পুশইন


সাম্প্রতিককালে ভারত থেকে পুশইনের ব্যাপারে তিনি বলেন, ভারত থেকে পুশইন প্রতিরোধে সীমান্তে টহল বাড়ানো হয়েছে।


উল্লেখ্য, ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন শুরু করলে সাতক্ষীরা সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও  সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন