মঙ্গলবার (১ জুলাই) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে ১৮ জনকে জ্ঞাত ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত মাদকাসক্ত যুবক সাব্বির হোসেনকে প্রেসক্লাবের সামনে থেকে বিকেলে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতার সাব্বির সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে।
আরও পড়ুন: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, সভাপতিসহ আহত ৩০
এ দিকে এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে সাতক্ষীরার শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন: সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী মামুন, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, তৌফিকুজ্জামান লিটু, মমিনুর রহমান, মুনসুর রহমান প্রমুখ। এ সময় সেখানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানবন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের বহু আকাঙ্খিত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সব কর্মসূচি আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
সভাপতির বক্তব্যে আবুল কাসেম বলেন, ‘সাংবাদিকদের দীর্ঘদিনের আকাঙ্খা প্রেসক্লাবের একটি গ্রহণযোগ্য ভোট। এ লক্ষ্যে ধারাবাহিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলমান। এ ছাড়া সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত একটি গঠণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রেসক্লাবের কতিপয় সদস্য গঠণতন্ত্রের ধার না ধেরে একটি মনগড়া কমিটি গঠন করে সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত অঘোষিতভাবে বন্ধ করেছেন।’
তিনি আরও বলেন, ‘সোমবার পূর্বঘোষিত সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশের আগেই রাস্তায় লাঠি, রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বেলাল হোসেন, সাধারণ সদস্য আমিনুর রহমান,ইদ্রিস আলীসহ ৩০ জনেরও বেশি সাংবাদিক গুরুতর আহত হন।’
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ২ যুবক গ্রেফতার
এ ঘটনায় বিকেলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। সামগ্রিক প্রেক্ষিতে জেলা প্রশাসনের আহ্বানে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভা আহবানের সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত সাংবাদিকদের সব আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।