প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন সাতক্ষীরা পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলাকালীন সময়ে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি’র নেতৃত্বে ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও নবায়ন ফরম লুটপাট করা এবং সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামসহ সার্চ কমিটির অন্যান্য সদস্যদের শারিরীক ভাবে লাঞ্চিত করার ঘটনা ঘটে।
এ কারণে দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ড সার্চ কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহ’কে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী আটক
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>