সাজেক সড়কে যান চলাচল বন্ধ, আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক

১ সপ্তাহে আগে
কয়েক দিন ধরে ভারি বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সড়কটি তলিয়ে যায় বলে জানিয়েছে রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক এর সভাপতি সুপর্ন দেব বর্মন।


তিনি আরও জানান, কয়েকদিনের টানা ভারি বর্ষণের ফলে দীঘিনালা-সাজেক সড়কের মাচালং বাজার  ব্রিজের কাছে একটি নীচু এলাকায় পানি উঠার কারণে সকাল নয়টা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।  এই কারণে উভয়পাশে প্রায় ৩০০ পর্যটক আটকে গেছে। বৃষ্টি না হলেই পানি নেমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।


আরও পড়ুন: ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা


রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক এর যুগ্ম সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সকাল থেকে সড়কে পানি বাড়তে থাকে। ৯টার দিকে সড়কটি তলিয়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আজ (মঙ্গলবার) সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক বহরটি  আটকা পড়ে। পরে ২৭৩ জনের পর্যটক বহরটি পুনরায় সাজেক ফিরে গেছে। এর আগে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্য ছেড়া আসা পর্যটক বহরটিও ৯টার আগে মাচালং বাজার অতিক্রম করায় তার নিরাপদে সাজেকে পৌঁছে গেছেন।

 


তিনি আরও জানান, রাতে যদি বৃষ্টি না হয় তাহলে সকালের আগেই সড়ক থেকে পানি নেমে যাবে। তখন চলাচলে আর কোন সমস্যা থাকবেনা। তাছাড়া কাপ্তাই বাঁধের জলকপাটও খুলে দেয়া হয়েছে তাই আশা করছি এই সমস্যা আর থাকবে না।


এ বিষয়ে জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসাকে কয়েকবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন