সোমবার (৪ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে প্রযুক্তির সহায়তায় এবং ডেমরা থানা ও ডিএমপি ঢাকার সহায়তায় এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ছবি টাঙানো প্রধান শিক্ষক /আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি ছবি নামাব না
থানা সূত্র জানায়, দুই মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়ের করা কাউখালী থানার একটি নাশকতা মামলায় এজাহারনামীয় ১ নম্বর আসামি হওয়ায় তাতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘আবু সাঈদ মনুর বিরুদ্ধে চেক জালিয়াতিসহ নাশকতার মোট তিনটি মামলা রয়েছে।’
গ্রেফতারকৃত আবু সাঈদ মনুকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা মো. এবাদ আলী মোল্লা।
]]>