বুধবার (১০ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটে এ ঘটনা ঘটে।
আটক রুবেল কক্সবাজার জেলার বাঁশখালী এলাকার বাসিন্দা।
শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইন উদ্দিন ঘাটের ইউসুব মাঝির একটি মাছ ধরা ট্রলার গত সোমবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের বাঁশখালী এলাকার সাগার মোহনা থেকে ছিনিয়ে নিয়ে যান জলদস্যুরা। পরে ওই ট্রলার দিয়ে জলদস্যুরা সাগরে থাকা বিভিন্ন ট্রলারে ডাকাতি করেন। সাগারে থাকা জেলেরা সংঘবদ্ধ হয়ে মঙ্গলবার জলদস্যুদের ধাওয়া করে।
আরও পড়ুন: সুন্দরবনে তিন জলদস্যু গ্রেফতার, জিম্মি দুই জেলে উদ্ধার
এ সময় রুবেল ছাড়া দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সংঘবদ্ধ জেলেদের হাতে আটক হন রুবেল। এ সময় ইউসুবের ছিনতাই হওয়া ট্রলারটিও উদ্ধার করেন তারা। পরে জলদস্যু চক্রের সদস্য রুবেলকে চরফ্যাসনের মাইন উদ্দিন ঘাটে এনে শশীভূষণ থানা পুলিশে সোপর্দ করে। নৌ-বাহিনীর সদস্যদের সহায়তায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ছিনতাই হওয়া ট্রলার মালিক ইউসুব জানান, সোমবার জেলেদের সাগর মোহনায় ফেলে যাওয়া ট্রলারটি জলদস্যুরা নিয়ে যান। তবে মাঝি মাল্লারা সবাই অন্যদের সহায়তা জীবিত উদ্ধার হন। ওই ট্রলার দিয়েই সাগরে ডাকাতি করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে ‘ছোট সুমন’ বাহিনীর ৪ সহযোগীসহ আটক ৬
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ডাকাতকে নিয়ে ঘাটে আসলে মব সৃষ্টির খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।