নিহত হেলাল টেকনাফ সদর ইউনিয়ন পশ্চিম খোনকার পাড়া মোহাম্মদ সেলিম মাঝির ছেলে।
শুক্রবার (২০ জুন) দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ খোনকার পাড়া নারকেল বাগান নৌকা ঘাট সংলগ্ন উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে নৌকা দুটির মাঝখানে পড়ে সে মারাত্মক আঘাত পেয়েছে পানিতে পড়ে যায়। এতে করে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জেলেরা বলেন, শুক্রবার দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ খোনকারপাড়া নারকেল বাগান নৌকা ঘাট সংলগ্ন উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে দুটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষের মাঝেখানে পড়ে মারাত্মক আহত হয়ে পানিতে পড়ে যায়। পরে হেলাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নৌ-ঘাট সংলগ্ন সাগরে দুটি নৌকার সংঘর্ষ হেলাল উদ্দিন নামে একজন নিহতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হিমেল রায় বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।