সাগরের ডাকে কক্সবাজারে পর্যটকের ঢল

১ সপ্তাহে আগে
সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। সৈকতের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সাগরতীরজুড়ে এখন লোকে লোকারণ্য। শান্ত সাগরে ঢেউয়ের ছন্দে মেতে ওঠেছেন ভ্রমণপিপাসুরা। আর পর্যটকদের সমুদ্রস্নানে নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ জায়গায় সতর্কতামূলক লাল পতাকা দিয়েছে লাইফ গার্ড সংস্থা।

শান্ত সাগরের বুকে একের পর এক ছুটে আসা ঢেউয়ের ছন্দে মাতোয়ারা ভ্রমণপিপাসুরা। সাপ্তাহিক ছুটিকে ঘিরে উপচে পড়া পর্যটকের ভিড় এখন কক্সবাজার সমুদ্রসৈকতে। পরিবার-পরিজন নিয়ে নোনাজলের প্রশান্তিতে সময় কাটাতে এসেছেন কেউ ঢাকা, কেউবা চট্টগ্রাম কিংবা দেশের অন্য প্রান্ত থেকে। নোনাজলে গা ভাসানোর পাশাপাশি বালিয়াড়িতে মেতেছেন ছবি তোলা, ঘোড়া পিঠে কিংবা বিচ বাইকে চড়ে ঘুরে বেড়াতে।


বেড়াতে আসা পর্যটক সৈয়দ আলম বলেন, কক্সবাজার সাগরে একবার আসলে বার বার ডাকে। আর ছুটি পেলেই সাগরের ডাকে বার বার ছুটে আসি। এখানে আসলে অন্যরকম শান্তি পাওয়া যায়।


আরেক পর্যটক মো. কবির হোসেন বলেন, পরিবারকে সময় দেয়ার জন্য কক্সবাজারে ছুটে আসা। এখানে এসে বালিয়াড়ি ও নোনাজলে খুব মজা হচ্ছে।


আরেক পর্যটক ইসরাত জাহান বলেন, কর্মব্যস্ত জীবনে একটু শান্তি খুঁজে সাপ্তাহিক ছুটি দিনে কক্সবাজার বেড়াতে এসেছি। সমুদ্রের সৌন্দর্য বার বার দেখেও যেন শেষ হয় না।


আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি


এদিকে শুধু সৈকতের সৌন্দর্যই নয়, পর্যটকদের নজর কাড়ছে বার্মিজ বাজারের বাহারি পণ্য। শামুক-ঝিনুক আর হাতের তৈরি নানা উপকরণ বিক্রি করে খুশি দোকানিরাও।
শামুক-ঝিনুকের দোকানি আব্দু রশিদ বলেন, শামুক-ঝিনুক পর্যটককে আকৃষ্ট করে। এটা কক্সবাজারের ঐতিহ্য। পর্যটকরা শামুক-ঝিনুকের মধ্যে নাম লিখে নেয় উপহার দেয়া জন্য। এখন পর্যটক বাড়ছে আর আয় রোজগারও বাড়ছে আমাদের।


আরেক দোকানি কামাল হোসেন বলেন, পর্যটক আসলেই আমাদের ব্যবসা ভাল হয়। এখন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। যার কারণে ব্যবসাটাও চাঙ্গা এখন।


তবে সমুদ্রস্নানে নামার আগে থাকতে হচ্ছে সতর্ক। সৈকতের কিছু এলাকায় সৃষ্টি হয়েছে গুপ্ত খাল, যা হতে পারে প্রাণঘাতী। তাই ঝুঁকিপূর্ণ জায়গায় লাল পতাকা দিয়েছে লাইফ গার্ড সংস্থা।


সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড মো. রুহুল আমিন বলেন, সাগর শান্ত থাকলেও গুপ্ত খালগুলো রয়ে গেছে। যার কারণে যেখানে গুপ্ত খাল সৃষ্টি হয়েছে ওখানে লাল পতাকা টাঙিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আর সৈকতের ৩টি পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় লাইফ গার্ড কর্মীরা সজাগ রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন