বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া হওয়া লঙ্কা টি-টেন লিগের প্রথম আসরে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। প্রথম দিনেই গলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। দলও পেয়েছে জয়ের দেখা। নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৭ উইকেটে হারিয়েছে গল।
টস হেরে ব্যাট করতে নেমে ক্যান্ডির শুরুটা ভালো হয়নি। দুই বিষ্ফোরক ব্যাটার পাথুম নিসাঙ্কা এবং জর্জ মানসি তেমন রানের দেখা পাননি। ওপেনিংয়ে নেমে টি-টেন সুলভ ব্যাটিং করতে পারেননি চন্দরপল হেমরাজ। ১২ বলে করেছেন কেবল ৭ রান।
আরও পড়ুন: এক ওভারের জন্য নাভিন উল হক করলেন ১৩ বল
যে পিচে ক্যান্ডির অন্য ব্যাটাররা ধুঁকেছেন সেই পিচেই ২৫ বলে ৬৬ রানের দানবীয় ইনিংস খেলেছেন দিনেশ চান্দিমাল। তার ব্যাটে ভর করে কোনোমতে তিন অঙ্কে পৌঁছায় ক্যান্ডি।
১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ২ ওভারে ৩৪ রান করে সাকিবের গল। তবে এরপর দ্রুত সময়ের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে দলটি। সেই চাপ অবশ্য সহজেই সামলে নিয়েছেন সাকিব এবং আন্দ্রে ফ্লেচার। চতুর্থ উইকেটে দুজনে মিলে ২৭ বলে গড়েন ৬৩ রানের জুটি। আর সেই জুটিতেই ১৪ বল হাতে রেখে জয় পায় গল। ২১ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন ফ্লেচার।
]]>