গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে সাকিব করেছেন ৫৮ রান। এটা দুবাইয়ের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর। সাকিব শুরুর দিকে কিছুটা ধীরগতিতে খেললেও পরে পুষিয়ে দেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছয়ের মার।
আরও পড়ুন: শামীমের ক্যামিওতে কোনোমতে দেড়শ পার বাংলাদেশের
প্রভিডেন্স স্টেডিয়ামে সাকিব নেমেছিলেন দলীয় ৫৮ রানের সময়। ততক্ষণে নিরোশান দিকভেলা ১৫, গুলবাদিন নাইব ১ ও কাদীম অ্যালেনে ৩ রান করে সাজঘরে ফিরেন। টিকে ছিলেন ততক্ষণ পর্যন্ত দলের সেরা পারফরমার সেদিকুল্লাহ অটল। আফগান ওপেনার ২৫ বলে ৪১ রান ডিন ফক্সক্রফটের শিকার হন। তার সঙ্গে সাকিবের জুটি হয় ১৮ রানের।
আরও পড়ুন: আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন
সাকিব এরপর ২০ রান করা জেসে বুটানের সঙ্গে ৩১, ১১ রান করা ডমিনিক ড্রেকসের সঙ্গে ২৮ ও ৪ রান করা আরিয়ামান বার্মার সঙ্গে ৩১ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন তিনি। সেন্ট্রালের হয়ে অ্যাঙ্গুস স্ক ৩, ব্লেয়ার টিকনার ২ ও ডিন ১ উইকেট নেন।