ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, রোববার (১৯ জানুয়ারি) সকালে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে তাকে আটক করা হয়। এরপর অভিযুক্তকে বান্দ্রার আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ হলেও নাম পরিবর্তন করে বিজয় দাস হয়ে ভারতে অবৈধভাবে বাস করছেন তিনি। গত চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজও নিয়েছিলেন।
অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরির উদ্দেশ্যেই অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন শেহজাদ। তবে তিনি জানতেন না সেটি বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়ি।
এদিকে অভিযুক্তের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। তবে অনেকে মনে করছেন, তিনি বাংলাদেশি নাগরিক। এ বিষয়ে শেহজাদের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল বাংলাদেশি নন। যে খবর ছড়িয়ে পড়েছে তার পুরোটাই অনুমান নির্ভর।
আরও পড়ুন: সাইফ-কারিনার যে ছবি পোস্ট করে সমালোচনার ঝড়ে শত্রুঘ্ন সিনহা
এরপরই পুলিশ তদন্তে নেমেছে শেহজাদের প্রকৃত পরিচয় জানার জন্য। পাশাপাশি কঠোর নিরাপত্তায় ঘেরা একটি বিলাসবহুল বাসভবনে কীভাবে শেহজাদ ঢুকে পড়লেন এবং কীভাবে অভিনেতার ওপর হামলা চালালেন তার প্রমাণও সংগ্রহ শুরু করেছে মুম্বাই পুলিশ।
আরও পড়ুন: সেদিন গভীর রাতে কী ঘটেছিল সাইফের বাড়িতে, জানালেন পরিচারিকা
প্রসঙ্গত, ৫ দিনের পুলিশ হেফাজত শেষে আগামী ২৪ জানুয়ারি আবারও বান্দ্রা আদালতে হাজির করা হবে অভিযুক্ত শেহজাদকে।
]]>