সাইফকে ছুরিকাঘাত: শরিফুল ইসলাম নামে একজন গ্রেফতার

১ সপ্তাহে আগে
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, ‘বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে তারা একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।’


তিনি আরও বলেন, ‘অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তার কাছে কোনো ভারতীয় নথি নেই।’


অভিযুক্ত অভিনেতার বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করেছিল।


ডেপুটি কমিশনার আরও বলেন, ‘অভিযুক্ত তার নাম পরিবর্তন করে অবৈধভাবে ভারতে আসেন। প্রায় চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজও নিয়েছিলেন।’

 

আরও পড়ুন: বাবা হাসপাতালে, কাজে ফিরলেন সাইফপুত্র ইব্রাহিম

 

এর আগে শনিবার আকাশ কানোজিয়া নামে এক যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেল পুলিশ।


এদিকে, হামলার ঘটনার পর হাসপাতালে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ। শুক্রবার (১৭ জানুয়ারি) অল্প হেঁটেছেন চিকিৎসকদের পরামর্শে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাননি এখনও। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি বুঝে সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হবে।


সূত্র: এনডিটিভি

 

আরও পড়ুন: টার্গেট ছিল শাহরুখের বাড়িও, বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য

]]>
সম্পূর্ণ পড়ুন