এপিফ্যানি পালন করতে ৪৪ জন সার্বিয়ান অর্থোডক্স ভক্ত ‘অনারেবল ক্রসে’র জন্য বেলগ্রেডে শীতকালীন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
অর্থোডক্স ক্রিশ্চিয়ান ঐতিহ্য মোতাবেক, এই আচার জর্ডান নদীতে যীশু খ্রিস্টের ব্যাপটিজমের স্মরণে পালিত হয়। এটি সিগানলিজা (জিপসি) হ্রদে অনুষ্ঠিত হয়। এই হ্রদটি “বেলগ্রেড সাগর” নামেও পরিচিত।
প্রতিযোগিদের ৩৩ মিটার (০.০২ মাইল) দৈর্ঘ্য অতিক্রম করতে হয়; যীশুর জীবনের প্রতিটি বছরের জন্য এক মিটার করে।