আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ক্রিকবাজের হাতে থাকা নিলামের নিবন্ধন তালিকা অনুযায়ী মোট ১,৩৫৫ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন। ভারতীয়দের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার অনেক শীর্ষ আন্তর্জাতিক খেলোয়াড় জায়গা পেয়েছেন ১৩ পৃষ্ঠার এই এক্সেল তালিকায়।
নিলামের তালিকায় থাকা ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্য তারকারা হলেন মায়াঙ্ক আগরওয়াল, কে.এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণয়ী, আকাশ দীপ, দীপক হুদা, ভেঙ্কটেশ আইয়ার, সরফরাজ খান, শিবম মাভি, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া, কুলদীপ সেনে, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিয়ার এবং উমেশ যাদব।
আরও পড়ুন: আইপিএলের নিলাম থেকে নাম তুলে নিলেন ডু প্লেসি
বিদেশীদের মধ্যে নিলামের প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। পিঠে চোটের কারণে তিনি ২০২৫ সালের মেগা নিলামে অংশ নেননি। কলকাতা নাইট রাইডার্স (৬৪.৩ কোটি রুপি) ও চেন্নাই সুপার কিংস (৪৩.৪ কোটি রুপি) সর্বোচ্চ পুঁজি নিয়ে নিলামে নামছে এবং উভয়েরই একটি করে বিদেশি স্লট খালি থাকায় গ্রিনকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে।
গ্রিন বাদেও তালিকায় আছেন ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথ। এমনকি বিয়ের কারণে পুরো আসরে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও জশ ইংলিস নিলামে নাম নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো নামও।
বড় চমক নিলামের তালিকায় গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতি। গত মেগা নিলামে ৪.২ কোটিতে তাকে কিনেছিল পাঞ্জাব কিংস, যা তার আইপিএল ক্যারিয়ারের চতুর্থ দল। তবে ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল ২০২৫ আইপিএলে মাঝপথে আঙুল ভেঙে যাওয়ায় ছিটকে যান এবং তার জায়গায় দলে আসে অস্ট্রেলিয়ার আরেক অলরাউন্ডার মাইকেল ওয়েন—যাকে এবারের মৌসুমের জন্য ধরে রাখা হয়েছে।
ভারতীয়দের মধ্যে মাত্র দু’জন—রবি বিষ্ণয়ী ও ভেঙ্কটেশ আইয়ার—সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন। অন্যদিকে মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নবীন উল হক, শন অ্যাবট, অ্যাশটন আগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ইংলিস, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোতজি, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, পাথিরানা, মাহিশ থিকশানা ও হাসারাঙ্গা।
আইপিএল অভিজ্ঞতায় ভরপুর সাকিব আল হাসান–যিনি নয় মৌসুমে ৭১ ম্যাচ খেলেছেন—নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি। নিউজিল্যান্ডের ডানহাতি স্পিনার আদিত্য অশোকের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি ধরা হয়েছে। শাই হোপ, আকিল হোসেইন ও আলজারি জোসেফ ২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম দিয়েছেন।
আরও পড়ুন: আইপিএলকে বিদায় জানালেন আন্দ্রে রাসেল
তালিকায় মোট ১৪টি দেশের খেলোয়াড় রয়েছেন। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় নাম লিখিয়েছেন এবারের নিলামের জন্য। এমনকি মালয়েশিয়ার একজন ক্রিকেটারও আছেন–ভারতীয় বংশোদ্ভূত ডানহাতি অলরাউন্ডার বিরানদীপ সিং ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছেন।
গত ১৫ নভেম্বর ছিল রিটেনশনের শেষ সময়। রিটেনশনের পর ১০টি ফ্র্যাঞ্চাইজির সব মিলিয়ে হাতে রয়েছে ২৩৭.৫৫ কোটি রুপি। সর্বোচ্চ পুঁজি নিয়ে আবুধাবিতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স—৬৪.৩০ কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ বাজেট চেন্নাই সুপার কিংসের—৪৩.৪০ কোটি রুপি। সবমিলিয়ে দলগুলোকে মোট ৭৭টি শূন্যস্থান পূরণ করতে হবে, যার মধ্যে ৩১ জন নিতে হবে বিদেশি।

৬ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·