সর্বোচ্চ ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক

১ সপ্তাহে আগে
বিশ্বে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার শিলটনের। তবে এ তালিকায় এখন থেকে সবার প্রথমে তার নামটা আর আসবে না। কারণ, তার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা যে ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ।

সাবেক ইংলিশ ফুটবলার সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তবে শিলটন ১ হাজার ৩৮৭টি ম্যাচ খেলেছেন নাকি ১ হাজার ৩৯০টি ম্যাচ খেলেছেন, তা নিয়ে ছিল আলোচনা। 

 

সে যাই হোক, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে শিলটনের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। এ দিন ক্যারিয়ারের ১ হাজার ৩৯১তম ম্যাচটি খেলেছেন ফ্যাবিও ডেইভসন লোপেজ। 

 

আরও পড়ুন: প্রতিজ্ঞা ভাঙলে আর সম্পর্ক থাকে না–নিউক্যাসলের উদ্দেশে ইসাক

 

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স নিশ্চিত করেছে এই তথ্য। মঙ্গলবার কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে নেমেছিলেন ৪৪ বছর বয়সী এই গোলরক্ষক। আমেরিকা ডি কালির বিপক্ষে এ ম্যাচ ফ্লুমিনেন্স জিতেছে ২-০ ব্যবধানে। 

 

Muitas e muitas homenagens ao ser humano que mais disputou partidas de futebol na história da humanidade.

📸: Marcelo Gonçalves/FFC pic.twitter.com/y2YIeOT3ui

— Fluminense F.C. (@FluminenseFC) August 20, 2025

 

পেশাদার ফুটবলে ফ্যাবিও ডেইভসন লোপেজের অভিষেক হয় ১৯৯৭ সালে। তার ২৮ বছরের পুরো ক্যারিয়ারই ছিল ব্রাজিলে। সেখানে পাঁচটি ক্লাবের হয়ে তিনি খেলে ফেলেছেন ১ হাজার ৩৯১টি ম্যাচ। 

 

আরও পড়ুন: লাল নয়, ২০২৬ বিশ্বকাপে নীল জার্সি পরেই খেলবে ব্রাজিল

 

ফ্লুমিনেন্স ছাড়া উনিয়াও বান্দেইরান্তে, অ্যাতলেটিকো পারানায়েস, ভাস্কো দ্য গামা ও ক্রুজেইরোর হয়ে খেলেছেন ফ্যাবিও। ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি খেলেছেন ক্রুজেইরোর জার্সিতে। ক্লাবটির জার্সিতে ফ্যাবিও সর্বোচ্চ ৯৭৬টি ম্যাচ খেলেছেন। আর মঙ্গলবার রাতে রেকর্ড গড়ার দিনে ফ্লুমিনেন্সের জার্সিতে ম্যাচটি ছিল তার ২৩৫তম। তা ছাড়া ভাস্কো দ্য গামার জার্সিতে ফ্যাবিও খেলেছেন ১৫০ ম্যাচ। 

 

১৯৯৭ সালে ব্রাজিলের জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন ফ্যাবিও। এরপর ক্যারিয়ারের বাকি সময় কাটিয়েছেন বিভিন্ন ক্লাবে। 

 

সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিন নম্বরে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার ম্যাচ সংখ্যা এখন পর্যন্ত ১ হাজার ২৮৩। সাবেক ইংলিশ ফুটবলার পল বাস্তোক খেলেছেন ১ হাজার ২৮৪ ম্যাচ। আর তালিকায় পাঁচ নম্বরে আছেন রজারিও সেনি, তিনি খেলেছেন ১ হাজার ২২৬ ম্যাচ।

]]>
সম্পূর্ণ পড়ুন