শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী এ সংর্ঘষ হয়।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বাসিন্দা সাবেক বিএনপি নেতা ও বাল্কহেড ব্যবসায়ী আব্দুল খালেক ওরফে কালা ও একই এলাকার ধামাউড়া গ্রামের বাসিন্দা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
আরও পড়ুন: বিএনপি মনোনীত দুই প্রার্থীরই মনোনয়ন বৈধ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষ প্রতীক কার?
এরই মধ্যে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আব্দুল আজিজ গ্রুপের লোকজন আব্দুল খালেক ওরফে কালাকে মারধর করেন। রাতের ঘটনাকে কেন্দ্র করে আব্দুল খালেকের লোকজন শনিবার সকালে আব্দুল আজিজকে মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছিল।
উত্তেজনার মধ্যে দুপুর ১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের উপর ঝাপিয়ে পড়েন। ফলে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সংর্ঘষ চলে। এ ঘটনায় আতঙ্কে অরুয়াইল বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদে চলে যান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কনের ভাইয়ের ইটের আঘাতে বরের মা নিহত
ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তিনি জানান,সেনাবাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ সংঘর্ষটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·