কথাসাহিত্যিক শওকত ওসমান একবার বন্ধুদের সাথে ছুটি কাটাতে বেরিয়ে পড়লেন, যেদিকে দু-চোখ যায়। রূপকথার রাজ্যের মতো যেতে যেতে যেতে—এক গহিন গাঁয়ে এসে থামলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বান্ধবী রউফন নেসার বাড়ি এই গাঁয়ে। একটি স্কুল প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষয়িত্রী হিসেবে একরকম নিভৃত জীবন-যাপন করছেন তিনি। বান্ধবীর আতিথেয়তায় মহাসমারোহে দিনটি উপভোগ করেন তারা। সেখানেই এক বিশেষ রত্নভান্ডারের সন্ধান... বিস্তারিত