মৌসুমের শুরু থেকে একটি অসাধুচক্র কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের তোয়াক্কা না করে কৃষক পর্যায়ে দেড়গুণ বেশি দামে আলুবীজ বিক্রি করছিল। এতে বেজায় বিপাকে পড়েন কৃষকরা।
এ নিয়ে সময় সংবাদ মঙ্গলবার (১৯ নভেম্বর) খবরটি প্রকাশ করার পরদিন বিকেলেই অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও কৃষি বিভাগ। এতে কৃষান হিমাগারে একতা সীডস নামে একটি কোম্পানির বিরুদ্ধে ৭২ টাকার বীজ ১১০ টাকায় বিক্রি করার সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে েএক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বীজ আলুর ঘাটতি, কৃষকের পকেট কাটছে সিন্ডিকেট!
কৃষকরা জানান, কৃত্রিম সংকট তৈরি করে বীজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এতে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়।
কৃষি বিভাগ ও ভোক্তা অধিকার জানায়, একটি চক্র অসদুপায় অবলম্বন করে বেশি দামে বীজ বিক্রি করছে, যার প্রভাব পড়ছে আলুর দামেও।
রংপুরের জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন কর্মকর্তা সাইফুল আলম বলেন, যেভাবে দাম বাড়াচ্ছে, তাতে খুব শিগগিরই যে এটি ১৩০ টাকা হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই হিমাগার ও প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে।
আরও পড়ুন: কোল্ড স্টোরেজে অভিযান চালাতে ভোক্তা অধিদফতরকে তিন দিনের আলটিমেটাম
রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, অভিযানে দেখা গেছে, বেশকিছু প্রতিষ্ঠান অনেক বেশি দামে আলু ও আলুবীজ বিক্রি করছে। রসিদ, ভাউচার বা চালানও দেয়া হচ্ছে না। ফলে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাবার আলুর পাশাপাশি বীজ আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
]]>