এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, নির্ধারিত সময়সীমা ১২ অক্টোবরের পর আর বাড়ানো হবে না। এদিকে, হজ পোর্টালের সর্বশেষ (সকাল ১১টা) তথ্যানুসারে, এখন পর্যন্ত মোট ৪৩৪৭৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৩,৬৬৩ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৯,৮১৫ জন।
চলতি বছরের ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে ৪ লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারছেন। পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে হজ পালনে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
আরও পড়ুন: নবীজির প্রিয় বিষয়গুলো নিয়ে মুফতি আবদুল্লাহ তামিমের অনন্য সিরাত গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি হজ প্যাকেজ ২০২৬
ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে, প্যাকেজ ০১ (বিশেষ): ৬,৯০,৫৯৭ টাকা। প্যাকেজ ০২ (সুলভ): ৫,৫৮,৮৮১ টাকা। প্যাকেজ ০৩ (সাশ্রয়ী): ৪,৬৭,১৬৭ টাকা। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা। অনুমোদিত হজ এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণার সুযোগ পাবে।
সরকারি হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিস এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরাই হজে গমন করতে পারবেন।
]]>