সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, গত দুই কার্যদিবসে মোট ১৩ হাজার ৩১৪টি ট্রানজেকশন হয়েছে। এরমধ্যে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলে নেয়া হয়েছে। বিপরীতে ৪৪ কোটি টাকা নতুন আমানত যোগ হয়েছে। প্রতিটি নতুন ডিপোজিট যেকোনো সময় টাকা তুলতে পারবেন এবং মুনাফা পাবেন।
আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংক: আবেদনের ভিত্তিতে যারা পুরো টাকা পাবেন
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত দুইদিনে এক্সিমে ২৪ কোটি ২৬ লাখ, ইউনিয়নে ১৫ কোটি ২৪ লাখ, এসআইবিএলে ৩ কোটি ৪৯ লাখ, ফার্স্ট সিকিউরিটিতে ৪৮ লাখ ও গ্লোবাল ইসলামীতে ৬২ লাখ টাকা জমা হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে গভর্নর বলেন, চাকরি নিয়ে চিন্তা নেই, তবে ফরেনসিক রিপোর্টে দায়ীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সৎ ও যোগ্যদের মূল্যায়ন করা হবে।
সরকারের অধীনে থাকায় কর্মচারীদের বেতন সরকারি হিসেবে হবে কি না এমন প্রশ্নে গভর্নর জানান, সরকরি স্কেলে নয়, বেতন হবে বেসরকারি ব্যাংক হিসেবে। সেখানে কারো বাড়তে পারে, আবার কারো কমতেও পারে। কাজ ও কাজের অবস্থান বিবেচনা ও বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হবে। সবকিছুই হবে পরিকল্পিত, সবার কল্যাণ হয় ও রিস্ক বিবেচনায় নিয়ে সাজানো হবে নতুন ব্যাংক।
আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে যে বার্তা দিলেন গভর্নর
এ সময় ব্যাংক পরিচালনা ও মুনাফা বিষয়ে তিনি বলেন, মুনাফার হার নির্ধারণ করা হয়েছে বাজার ও শরিয়াহ ভিত্তিতে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে যারা ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের রোগী, তাদের পুরো টাকা তোলার সুযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, অ্যাকাউন্ট হোল্ডার নিজেরা সরাসরি আবেদন করলে এটি প্রসেস করা হবে। সে প্রেক্ষিতে সার্ভারে এটি এভেইলেবেল করা হবে। আত্মীয় স্বজন আবেদন করলে এটি সম্ভব হবে না।
সার্ভারে তথ্য না থাকায় এখন এটি করা সম্ভব হচ্ছে না। আবেদন পেলে ও সঙ্গে রোগের বিস্তারিত প্রমাণাদি দিলেই এই অর্থ দেয়া সহজ হবে বলেও জানান ড. মনসুর।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·