চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে আয়োজকদের নাম না থাকা নিয়ে নাটক কম হয়নি। ভারতের টিম জার্সিতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকবে না- এমন একটা গুঞ্জন ছিল টুর্নামেন্টের আগে। শেষ পর্যন্ত সেটা ভুয়া খবর হিসেবেই প্রচার পেয়েছে। এবার অবশ্য সত্যি সত্যি ভারত-বাংলাদেশ ম্যাচ সেই লোগো সংশ্লিষ্ট একটি বিতর্কের জন্ম দিয়েছে। ব্রডকাস্টাররা ইভেন্টের নাম, আয়োজকদের নাম লোগোসহ সরাসরি সম্প্রচার থাকে। আগের ম্যাচগুলোয় সেই... বিস্তারিত