পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুস্মিতা চৌধুরীর সঞ্চালনায় পাঠচক্রের আলোচনায় উঠে আসে, গল্পের দার্শনিক ও সামাজিক দিক। সুস্মিতা চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ এই গল্পের মাধ্যমে নারীর সামাজিক অবস্থান, যৌতুক প্রথা এবং পরিবারের সংকীর্ণ মানসিকতার করুণ পরিণতি অত্যন্ত সূক্ষ্ম শৈল্পিকতায় ফুটিয়ে তুলেছেন।’