গত সোমবার (১৩ অক্টোবর) ও মঙ্গলবার (১৪ অক্টোবর) ৭৮টির অধিক দোকানপাট ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের এসব স্থাপনা সরাতে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস।
অপসারণের নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
সময় সংবাদকে তিনি বলেন, ‘অবৈধভাবে দখলদারদের ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এরমধ্যে তারা নিজেদের অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ না করলেও উচ্ছেদের নোটিশ দিয়ে আইন প্রয়োগ করে তা উচ্ছেদ করা হবে।’
তিনি আরও বলেন, ‘৭৮ জনের তালিকা প্রস্তুত করা হলেও সরেজমিনে গিয়ে এরচেয়েও বেশি স্থাপনার মালিক পাওয়া যায়। সবাইকে নোটিশ দেয়া হয়েছে। বিষয়টি বারোঘরিয়া ইউনিয়ন ভূমি অফিস তদারকি করবে। ৭ দিনের মধ্যে অপসারণ না হলে সবাইকে অপসারণ করে সরকারি দৃষ্টিনন্দন পার্কের জায়গা উন্মুক্ত করা হবে।’
আরও পড়ুন: নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: বিএনপির নেতাসহ আসামি ৭৩
এর আগে, গত কয়েক বছর ধরে সরকারি দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠ দখল করে শতাধিক দোকানপাট ও হোটেল-রেস্তোরাঁ গড়ে তোলা হয়। দখল-দূষণে কয়েক বছর ধরে বন্ধ হয়েছে খেলাধুলা। খেলার মাঠ দখলের পর সেখানে নিয়মিত বসে মাদক ও জুয়ার আসর। স্থানীয় একটি প্রভাবশালী মহল বাজার বসিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে। বারবার উচ্ছেদ অভিযানেও বন্ধ হয়নি দখলদারদের দৌরাত্ম্য।
জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন খেলার মাঠ দখল করে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে আনন্দ-উল্লাস করে তরুণ-যুবকরা। দীর্ঘদিন পর দখল হওয়া খেলার মাঠ উদ্ধার করতে পেরে ‘খেলা হবে, খেলা হবে’ স্লোগান দিতে থাকে ছাত্র-জনতা। কিন্তু তাদের এই আনন্দ স্থায়ী হয়নি বেশিদিন। সরকার পতনের কয়েক মাসের মধ্যেই আবারও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়ায় মহানন্দা নদীর ধারের সেই সরকারি পার্ক ও খেলার মাঠ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে হোটেল-রেস্তোরাঁ ও দোকানপাট।
স্থানীয় সূত্রে জানা যায়, যুগ যুগ ধরে বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠে হয়ে আসছে ক্রিকেট ও ফুটবলের টুর্নামেন্ট। কিন্তু গত ৩ বছর ধরে মাঠ দখল করে শতাধিক দোকানপাট ও হোটেল নিয়ে গড়ে তোলা হয়েছে বাজার। সন্ধ্যার পর উচ্চস্বরে মাইক আর আলোর ঝলকানিতে আরও জমজমাট হয় এই বাজার। খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে এলাকার তরুণ-যুবকরা মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ন: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি
অভিযোগ রয়েছে, খেলার মাঠে অবৈধভাবে গড়ে তোলা বাজার থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিয়মিত চাঁদাবাজি করে। প্রত্যেক দোকান থেকে দৈনিক ৫০-২০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। এসব দোকান ও হোটেল স্থাপনের সময় নেয়া হয়েছে ৪-১৫ হাজার টাকা। বাজারে সন্ধ্যা হলেই বসে জুয়া ও মাদকের আসর। দফায় দফায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবারও বসে বাজার।
প্রসঙ্গত, গতবছরের ২৩ জুলাই রাতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সরকারি পার্ক ও খেলার মাঠ থেকে স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে শতাধিক দোকান উচ্ছেদ করে প্রশাসন। ২০২৩ সালের ২৩ এপ্রিল সন্ধ্যায় দৃষ্টিনন্দন পার্কের মহানন্দা সেতুর সিঁড়িতে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষ। এর জের ধরে ছুরিকাঘাতে ফাহাদ নামে এক কিশোর নিহত হয়।

 ১ সপ্তাহে আগে
                        ২
                        ১ সপ্তাহে আগে
                        ২
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·