সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, দুই ব্রোকারেজ হাউজকে ৬ লাখ টাকা জরিমানা

১ দিন আগে
সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস মডার্ন সিকিউরিটিজ এবং আনোয়ার সিকিউরিটিজকে অর্থদণ্ড দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।


এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: স্বাভাবিক আচরণ করছে না পুঁজিবাজার: বিএসইসি


সিদ্ধান্ত অনুযায়ী, মডার্ন সিকিউরিটিজকে ১ লাখ টাকা ও আনোয়ার সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।


মূলত প্রতিষ্ঠানগুলোর সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন