মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণ বারবার শাসকদের দ্বারা প্রতারিত হয়েছে। তারা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে হত্যা করেছে। ২০১৪ সালের নির্বাচন হয়েছিল বিনা ভোটে, ২০১৮ সালের নির্বাচন ছিল নিশিরাতের ভোট। জনগণ আজ ঐসব দলের প্রতি অনাস্থা প্রকাশ করছে।’
তিনি আরও বলেন, ‘গাজায় মুসলিমদের ওপর চলছে নির্বিচার গণহত্যা। মুসলমানদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। রাসুল (সা.) যেমন হাটে-মেলায় মানুষের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, তেমনি আমাদেরও মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামি মূল্যবোধ ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে হবে।’
তিনি বলেন, ‘কুরআনের আইন বাস্তবায়ন করলেই দেশে স্থায়ী শান্তি ফিরে আসবে। আমাদের লক্ষ হতে হবে, আল্লাহর আইন কায়েম ও কুরআনকে জাতীয় সংসদে স্থান দেয়া।’
আরও পড়ুন: নির্বাচনের সময় ঘোষণার পর বিভ্রান্তি কেটে গেছে: জামায়াত নেতা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা পৌরসভা মেয়র প্রার্থী আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানী খান যোবায়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহইয়া, পাবনা জেলা শিবিরের সভাপতি ইসরাইল হোসাইন শান্তসহ উপজেলা ও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।