সাব্বির শেখ রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে। তিনি রূপসা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে সাব্বির লিখেন, ‘জীবনের ইতিপূর্বে হোক সবার কাছে ক্ষমা প্রার্থী। এরপর রাতেই নিজ ব্যবহৃত লুঙ্গি ছিঁড়ে গলায় পেঁচিয়ে আমগাছে আত্মহত্যা করেন তিনি।
তবে ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে অভিমান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা
স্থানীয়দের ধারণা, পারিবারিক কোনো অভিমান থেকেই এমন ঘটনা ঘটতে পারে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমজনিত ঘটনা। একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। এ কারণে তার বাবা তাকে তিরস্কার করেন। পরবর্তীতে অভিমান থেকে এমন ঘটনা হতে পারে।’
গুরুত্বপূর্ণ তথ্য:
** যেকোনো ধরনের মানসিক সমস্যার চিকিৎসা সম্ভব।
** মনে রাখবেন, বর্তমানের খারাপ সময় কিন্তু চিরস্থায়ী নয়। আত্মহত্যার মতো চিন্তা এলে ‘একটু থামুন, নিজেকে আরেকবার সুযোগ দিন।’
** আপনার বর্তমান সমস্যা সমাধানে বা আপনার মানসিক কষ্ট কমানোর জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নিন।