সব সেবা এক প্ল্যাটফর্মে, হেল্পলাইন ১৬৩৫৭ এর উন্নত সংস্করণ চালু

২ দিন আগে
অভিযোগ ও আবেদন পেশ করতে শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ এর উন্নত সংস্করণের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এক প্লাটফর্মে সকল সেবা পাবেন শ্রমিকরা।

বুধবার (২ জুলাই) সকালে শ্রম ভবনে হেল্পলাইনের উদ্বোধন করেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক ওমর মো ইমরুল মোহসিন।

 

এই হেল্পলাইনের মাধ্যমে শ্রমিকরা তাদের মজুরি, বেতন-ভাতা সংক্রান্ত অভিযোগ, চিকিৎসাসেবা প্রাপ্তিসহ সকল ধরনের আবেদন করতে পারবেন।

 

আরও পড়ুন: শ্রম অসন্তোষ নিরসন ও পরিস্থিতি মনিটরিংয়ে হেল্পলাইন চালু

 

 

সে অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নেতারা  উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন