এবার ছেলে আব্রাম খান জয়ের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেই ছবিতে মা ছেলেকে খুব হাসিখুশি দেখা গেছে। লাল জামদানি, লাল লিপস্টিক, কপালে ছোট্ট টিপে দারুণ লাগছিল অপু বিশ্বাসকে।
ছেলে জয় পরেছিল জিন্স আর বারবারি প্রিন্টের শার্ট। মা-ছেলের আদরমাখা ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ছবির সঙ্গে দেখা গেল একটি ক্যাপশনও।
আরও পড়ুন: নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস
ক্যাপশনে লিখেছেন, ‘সব ভালোবাসার প্রমাণ দিতে হয় না। প্রমাণ ছাড়াও ভালোবাসা হয়। যদি পবিত্র হৃদয় থাকে।’
এর আগে একটি অনুষ্ঠানে অপুকে বলতে শোনা যায়, আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।
আরও পড়ুন: শাকিব-বুবলী প্রসঙ্গে অপু বললেন, ১৫ জুনের স্ট্যাটাস পড়েন
]]>