অনেক নাটকীয়তার পর শেষ হচ্ছে কার্লো আনচেলত্তির দলবদল সাগা। রিয়াল মাদ্রিদ ছেড়ে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটেই যোগ দিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
আনচেলত্তি যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তা বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল। কিন্তু সবকিছু যখন নিশ্চিত, তখন বেঁকে বসেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির একটি ধারা নিয়ে জটিলতা দেখা দেয়ায় ভেঙে যেতে বসে এই চুক্তি। পরে অবশ্য সেই জটিলতা কেটে যায়।
দুই পক্ষের সম্মতিতে ইতিমধ্যে চুক্তি সই হয়ে গেছে, এবং এতে আনচেলত্তি হয়ে গেলেন পুরুষ জাতীয় দলের ইতিহাসে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। আলোচনাগুলো হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেখানে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস।
আরও পড়ুন: তিন বছরের জন্য জুনেই রিয়ালের দায়িত্ব নিচ্ছেন জাবি
গতকাল এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর আজ প্রথমে জাবি আলোনসোর আগামী মৌসুমে রিয়ালের কোচ হওয়ার খবরটি দেন রোমানো। এরপর কিছুক্ষণ আগে আনচেলত্তির খবরটি দেন তিনি।
বিবিসি জানিয়েছে, আগামী ২৬ মে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে কোচের ভূমিকায় ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।
আরও পড়ুন: আরও এক বছর বার্সায় থাকতে সম্মত ফ্লিক
ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ বলেন, ‘ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতীয় দলের নেতৃত্ব এখন সবচেয়ে বেশি জয়ী কোচের হাতে। ঐতিহাসিক অর্জনের সমার্থক কার্লো আনচেলোত্তি। তাকে আজ (১২ মে) ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি (সিবিএফ) এডনাল্ডো রদ্রিগেজ ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছেন। তিনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলকে নেতৃত্ব দেবেন। এবং আগামী মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বের পরবর্তী দুটি ম্যাচে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘কার্লো আনচেলোত্তিকে ব্রাজিলের নেতৃত্ব দেওয়া একটি কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু। আমরা পডিয়ামের শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টেকনিশিয়ান। একসাথে আমরা ব্রাজিলিয়ান ফুটবলের নতুন গৌরবময় অধ্যায় রচনা করবো।’
সিবিএফ জানিয়েছে, ‘কার্লো আনচেলত্তি সেলেসাওর ইতিহাসে প্রথম বিদেশি কোচ, সিবিএফ আন্তরিকভাবে আনচেলত্তিকে স্বাগত জানাচ্ছে এবং তার কোচিংয়ে একটি নতুন যুগের প্রতীক্ষা করছে।’
রিয়ালের কোচ হিসেবে ২০১৩-২০১৫ এবং ২০২১ থেকে এখন পর্যন্ত দুই দফায় ১৫টি শিরোপা জিতিয়েছেন আনচেলত্তি। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডবল জেতান ক্লাবটিকে। রিয়ালকে সর্বমোট দুটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি।
]]>