রেড কার্পেট, এয়ারপোর্ট লুক, স্ট্রিট স্টাইল কিংবা অ্যাওয়ার্ড লুক—প্রতিটি মুহূর্তই ফ্যাশনের গল্প বলে। আর এই গল্পের মধ্যমণি বিশ্বের ফ্যাশন–সচেতন তারকারা। নিজস্ব স্টাইল দিয়ে একেকজন একেকভাবে নজর কাড়েন তাঁরা। ফ্যাশনিস্তা ভক্তরা তাঁদের নতুন ট্রেন্ডের ছোঁয়া এবং সাহসী ও চমকপ্রদ লুক দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকেন। তাই বলিউড তারকাদের এই সপ্তাহের সেরা ফ্যাশন মুহূর্তগুলো ছবির গল্পে তুলে ধরা হলো।