সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শেয়ার, ইউনিট ও মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ নিয়ে বছরের ১ম ১২ কর্মদিবসের মধ্যে ৯ দিনই পতন দেখলো ঢাকার পুঁজিবাজার।
টানা পতনে সপ্তাহ ব্যবধানে সূচক কমেছে ৬০ পয়েন্টের বেশি। সপ্তাহ শেষে বাজার মূলধন কমেছে ১ হাজার ১৯০ কোটি ৪২ লাখ লাখ টাকা। এদিকে, সূচক ও বাজার মূলধনের আশাহতের এমন ধারাবাহিকতা ছিল দৈনিক লেনদেনেও। বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৪ দিনই লেনদেন ছিল ৩'শ কোটির ঘরে।
আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন হারাল আরও ৩৩৫৩ কোটি টাকা
খাতভিত্তিক চিত্রে দেখা যায়, পতনের ধারা অব্যাহত রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য। সপ্তাহজুড়ে ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠানসহ ৭টি খাতের লেনদেন। তবে বেড়েছে সিরামিকস, বন্ড, ফার্মাসিটিউক্যালসের বাজার।
দাম বৃদ্ধির শীর্ষে জায়গা পায়নি এ ক্যাটাগরির কোন প্রতিষ্ঠান। শীর্ষ ৫ প্রতিষ্ঠানের ১ম স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ২য় ও ৩য় অবস্থানে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস লিমিটেড। মন্নো সিরামিকস ইন্ড্রাস্ট্রি ও অলটেক্স ইন্ড্রাস্ট্রি লিমিটেড রয়েছে তালিকার ৪র্থ ও ৫ম স্থানে।
দরপতনের শীর্ষ ৫ প্রতিষ্ঠান হলো- ফাই ফুডস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সাউথ বাংলা অ্যাগ্রিকাল্চার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।
]]>