সন্তানের ওষুধের খোঁজে বের হয়ে প্রাণ হারালেন ফিলিস্তিনের বাস্কেটবল খেলোয়াড়

৬ দিন আগে
ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ শালান। যিনি ‘আর্থকোয়াক (ভূমিকম্প)' নামে পরিচিত ছিলেন। অসুস্থ সন্তানের জন্য ওষুধ ও খাবারের সন্ধানে বের হয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা যেন দিন দিন বেড়েই চলেছে। শিশু ও নারীরা তো রেহাই পাচ্ছেন-ই না, সংবাদকর্মী এমনকি আন্তর্জাতিক অঙ্গনের ক্রীড়াবিদদের প্রতিও দয়া দেখাচ্ছে না তারা। সপ্তাহ দুয়েক আগে মানবিক সাহায্যের জন্য ঘর থেকে বের হয়ে নিহত হয়েছিলেন ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক খেলোয়াড় সুলেইমান আল–ওবেইদ। যিনি  ‘পেলে অব প্যালেস্টাইন ফুটবল’ নামে পরিচিত ছিলেন। পাঁচ সন্তান রেখে মারা যান ওই ফুটবলার।

 

এবার সন্তানদের জন্য মানবিক সাহায্যের সন্ধানে বের হয়ে প্রাণ হারালেন ‘আর্থকোয়াক (ভূমিকম্প)' খ্যাত জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় মোহাম্মদ শালান।

 

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ছাড়াল ৬২ হাজার

 

জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রোয়া নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) গাজা উপত্যকায় চলমান ব্লকেডের মধ্যে নিজের সন্তানদের জন্য খাবারের সন্ধানে বের হয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন শালান। বিশেষ করে মারইয়ম নামে তার একটি কন্যা সন্তান আছে, যে জটিল কিডনি রোগে আক্তান্ত। তার জন্য খাবার ও ওষুধের সন্ধানে বের হয়েছিলেন শালান। তিনি অনেকবারই সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সন্তানকে বাঁচানোর জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। শেষমেশ অসুস্থ সন্তানের খাবার ও চিকিৎসার ব্যবস্থা না করেই পৃথিবী ছাড়তে হলো তাকে।

 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় নিহত সাংবাদিক শরীফের শেষ বার্তা কী ছিল?

 

শালান, একাধিক আরব ও আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু এমন একজন তারকাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হলো কঠিন বাস্তবতায়।

]]>
সম্পূর্ণ পড়ুন