সন্তানকে যে কারণে আদব শিক্ষা দেবেন

৪ দিন আগে
সন্তান মহান আল্লাহর সেরা দান। আদর্শ, সৎ-নিষ্ঠাবান ও উত্তম সন্তানের প্রত্যাশা সবার থাকে। তাই মা-বাবারও উচিত এমন সন্তানকে আদব শিক্ষা দেয়া।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

 

 رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (উচ্চারণ: রব্বি হাবলি মিনাস সলিলিহিন।)

 

অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দিন। (সুরা সফফাত: ১০০)

 

মা-বাবার অন্যতম কর্তব্য হলো সন্তানকে আদব শিক্ষা দেয়া। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের ও পরিবার পরিজনদের আল্লাহ ভীতির ব্যাপারে উপদেশ দাও এবং শিষ্টাচার শিক্ষা দাও। (বুখারি: ২৮১)

 

আরও পড়ুন: সন্তানের জন্য বাবা-মায়ের দোয়া


সন্তানদের মাঝে ইনসাফ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করে বলেছেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো।’ (বুখারি: ২৫৮৭)

 

শিষ্টাচারের ব্যাপারে সাহাবায়ে কেরাম বিশেষ গুরুত্ব দিয়েছেন। হজরত উমর (রা.) জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন, 

 

তোমার সন্তানকে আদব শিক্ষা দাও। কারণ তুমি তোমার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে, তুমি তাকে কী আদব শিখিয়েছো, তুমি তাকে কী শিক্ষাদান করেছো? (বায়হাকি: ৪৮৭৭)

]]>
সম্পূর্ণ পড়ুন